| দুপুর ১:৪৯ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পাকুন্দিয়ায় পাঠপুস্তক বিতরণ উৎসব

 

পাকুন্দিয়া প্রতিনিধি : ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবের শুভ উদ্ধোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স’ায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন।
ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ওসি হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শামসুদ্দোহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.শাহজাহান, প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ, প্রধান শিক্ষিকা দিলুয়ারা বেগম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬