| রাত ৮:১২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ৮৬ হাজার শিক্ষার্থী হাতে নতুন বই

 

মুক্তাগাছা (ময়মনসিংহ ) প্রতিনিধি: ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

ময়মনসিংহের মুক্তাগাছায় নতুন বছরের প্রথম দিন শুক্রবার উৎসবের মধ্যদিয়ে হাতে হাতে বই নিয়ে নতুন বইয়ের গন্ধ শুঁকতে শুঁকতে আনন্দ উল্লাসে ঘরে ফিরেছে প্রায় ৮৬ হাজার কোমলমতি শিক্ষার্থী। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখাগেছে ছোট ছোট শিক্ষার্থীরা নতুন বই বগলদাবা করে কেউ বা দুই হাতে উচু করে কিংবা মাথায় বই উঠিয়ে চোখে মুখে আনন্দ নিয়ে দলবেধেঁ বাড়ি ফিরছে। উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানেই বছরের প্রথম দিন উৎসব করে বই বিতরণ করা হয়েছে। শহরের কেন্দ্রীয় পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরার সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসএম জাকারিয়া হারুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসত্মাফিজুর রহমান, পৌরসভার কাউন্সিলর রিয়াজ উদ্দিন সিরাজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাত দপ্তরী, এসএমসি সভাপতি মলিনা রানী দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসত্মাফিজুর রহমান জানান এ বছর প্রাথমিক শ্রেণীর ৬০ হাজার শিক্ষার্থীর মাঝে ৬০ হাজার সেট নতুন বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন জানান মাধ্যমিক পর্যায়ে প্রায় ২৬ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সব মিলে ্‌এবার মুক্তাগাছায় মোট ৮৬ হাজার শিক্ষার্থী বিনা মুল্যে নতুন বই হাতে পেয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:২২ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬