| দুপুর ১:১৭ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নেত্রকোনায় বই উৎসব

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার,

সারা দেশের ন্যায় উৎসব মূখর পরিবেশে নেত্রকোনায় বই বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার বই বিতরণ উদ্বোধন করেন।
নেত্রকোনা আঞ্জুমান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে  শুক্রবার সকালে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার বই বিতরণ করে উৎসব উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালী উল্লাহ, শিক্ষক এখলাস উদ্দিন প্রমুখ। পরে নেত্রকোনা সকরারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, নেত্রকোনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজ উদ্দিন, প্রধান শিক্ষিক মমতাজ বেগম প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৬