| রাত ৯:২৩ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ‘শান্তিপূর্ণ সহাবস্থান, ভ্রাতত্ব ও সমপ্রীতি সুদৃঢ়করণে কর্মশালা

 

এএইচএম মোতালেবঃ ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেছেন অান্তধর্মীয় সংলাপ এর মাধ্যমে ‘শান্তিপূর্ণ সহাবস্থান, ভ্রাতত্ব ও সমপ্রীতি সুদৃঢ়করণে আমাদের সকলের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি  আজ আন্তধর্মীয় সংলাপ কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘শান্তিপূর্ণ সহাবস্থান, ভ্রাতত্ব ও সমপ্রীতি সুদৃঢ়করণে আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসক ফারুকী বলেন আজকে আমাদের দেশ অসমপ্রদায়িক দেশ বলে দেশের বাইরেও তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশে সমপ্রীতি বিনস্ট হওয়ার মত পরিসি’তি এখনও সৃস্টি হয়নি এবং আগামীতেও তা হবে না। আসুন আমরা সকলে মিলে আনত্মধর্মীয় সংলাপের মধ্যে নিয়ে নিজেদের সমপ্রীতি আরো সূদৃঢ় করতে একযোগে কাজ করার আহবান জানান। অনত্মধর্মীয় সংলাপ কমিশনের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শানিত্মপূর্ণ সহাবস্থান, ভ্রাতত্ব ও সমপ্রীতি সুদৃঢ়করণে আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মশালায় স্বাগত কারিতাস আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাস’র অধ্যক্ষ ড. মো: ইদ্রীস খান, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যড়্গ স্বামী ভক্তি প্রদানন্দ, কাঁচিঝুলীস’ বিবিএফ চার্চ রেভারেন্ড ব্যানার্জী, তেইজি ব্রাদার এরিক। সভাপতিত্ব করেন আনত্ম:ধর্মীয় সংলাপ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন। কর্মশালায় আইনজীবি, এনজিও কর্মী, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৪ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫