| বিকাল ৪:৩২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পুর্বধলায় কমিউটার ট্রেন বলাকা এক্সপ্রেসের উদ্বোধন : চলবে জারিয়া-ঢাকা রেলপথে

 

তিলক রায় টুলু পূর্বধলা নেত্রকোনা থেকেঃ ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
আমাদের জন্য এম.পি সাহেবের নতুন বছরের উপহার জারিয়া-ঢাকা “বলাকা এক্সপ্রেস ট্রেন। গতকাল বৃহস্পতিবার ”বলাকা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের পর জারিয়া রেলষ্টেশনে উলস্নাস করে এসব শ্লোগান দিচ্ছিল জারিয়া ও সীমানত্মবর্তী দূর্গাপুর এলাকার মানুষ। পুর্বধলাবাসীসহ সীমানত্মবর্তী দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া উপজেলার জনগনের বহুল প্রতীড়্গিত ও প্রত্যাশিত জারিয়ার সাথে রাজধানী ঢাকার সরাসরি রেলযোগাযোগ অবশেষে স’াপিত হয়েছে। পুর্বধলার জারিয়া রেলষ্টেশন থেকে ঢাকার কমলাপুর ষ্টেশনে চলাচলকারী বলাকা এক্সপ্রেস ট্রেনটি বুধবার বিকেলে উদ্বোধন করেন পূর্বধলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এম. পি। এ উপলক্ষে পুর্বধলা রেলষ্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন। পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা আ’লীগের সভাপতি চন্দন বিশ্বাস, পূর্বধলা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইমাম হাছান, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লূৎফা প্রমুখ। এ সময় রেলওয়ের কর্মকর্তাগন, স’ানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন। জারিয়া রেলষ্টেশন মাষ্টার আব্দুল মোমেন জানান, ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে জারিয়া থেকে ছেড়ে যাবে এবং সকাল ১০টা ৪০ মিনিটে জারিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসবে। ট্রেনটি চালু হওয়ায় পূর্বধলাসহ সীমান্তবর্তী দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার হাজার হাজার যাত্রীর সীমাহীন ভোগান্তির অবসান হলো। এলাকাবাসি দীর্ঘদিন ধরে জারিয়া থেকে সরাসরি ঢাকার একটি ট্রেনের অভাব বোধ করে আসছিলেন এবং সংসদ সদসস্যের কাছে দাবী জানিয়ে আসছিলেন। সংসদ সদস্যের হসত্মড়্গেপে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে অবশেষে সে অভাব পূরণ হলো এবং রেলওয়ের মাধ্যমে সারাদেশের সাথে সেতুবন্ধন স’াপিত হলো।

সর্বশেষ আপডেটঃ ৬:৫০ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫