| রাত ৩:৪১ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে রিটার্নিং অফিসারের বাসভবনে ককটেল বিস্ফোরণ

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ইউএনও সুব্রত পালের বাসভবন ও অফিসার্স ক্লাবে বুধবার রাতে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা জোরদার করাসহ পুলিশ বাদি হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, ফুলপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যার পর উপজেলা পরিষদের হল রুমে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পালের বাসভবনের ভিতরে, সামনের গেইটে ও অফিসার্স ক্লাবে ৬টি ককটেল নিক্ষেপ করে। এতে ৫টি ককটেল বিষ্ফোরিত হয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়। এ সময় রিটার্নিং অফিসার সুব্রত পাল অফিসে ছিলেন। ঘটনার সাথে সাথে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যসহ কর্তৃপক্ষ ঘটনাস’ল পরিদর্শন করে উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফুলপুর থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সহিংসতা সৃষ্টি করতে এ ককটেল বিস্ফোরণ হতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৪:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫