| দুপুর ১২:০৯ - রবিবার - ১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুর দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দু’দফা সংঘর্ষে নিহত ১, আহত ১০

 

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের হোসেনপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে একজন নিহত ও অনত্মত ১০ জন আহত হয়েছে। নিহত কাশেম মিয়া পৌর সদরের ধূলিহর -মাই পরশপাড়া গ্রামের আফির উদ্দিন বেপারির ছেলে। ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজল মিয়া ও ওয়াসিমুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোটগ্রহণের দিন হোসেনপুর সদর দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী কাজল মিয়া ও ওয়াসিমুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে অত্মত ১০ জন আহত হয়। গুরুতর আহত কাশেম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এদিকে কাশেমের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তার লোকজন বৃহস্পতিবার সকালে হোসেনপুর নতুন বাজারে কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। হোসেনপুর থানার ওসি মো: নান্নু মোলস্না জানান, সার্বিক পরিসি’তি নিয়ন্ত্রনে রয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস’া নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৬ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০১৫