সুষ্ঠু নির্বাচনে বিএনপি-জামায়াত প্রভাব বিস্তারের চেষ্টা করছে : এইচ টি ইমাম
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার,
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, আনন্দঘন পরিবেশে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ অবস্থান গ্রহণ করেছে। এর সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। এবিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি, যাতে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।’
বিএনপি’র অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে তাদের নিজে নিজে গায়েব হয়ে যাওয়া এবং নিজে নিজে আবার উদয় হওয়ার ঘটনাও আমরা দেখেছি। আমরা তাদের অভিযোগগুলো এভাবে দেখছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে। তাদের অভিযোগের কোন ভিত্তি নেই।’
এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তাদের রয়েছে। তাই নির্বাচনের সার্বিক পরিস্থিতি তাদের অবহিত করতে এসেছি। তারা ব্যবস্থা গ্রহণ করছে।
১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়া বড় কোনো বিষয় নয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না ,সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’
এর আগে বিএনপি নেতা ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে এসে ৬০টি কেন্দ্র দখলের অভিযোগ করে। কিন্তু কমিশন তাদের এই অভিযোগের কোন সত্যতা পায়নি বলে জানা গেছে। এইচ টি ইমামের নেতৃত্বাধীন ৭ সদস্যের প্রতিনিধি দল ও বিএনপি নেতা ওসমান ফারুকের নেতৃত্বাধীন টিম এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিশনে অবস্থান করছে।