| সকাল ১১:০২ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

শেরপুরের নকলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক যুবকের ৬ মাসের সশ্রম কারাদন্ড

শেরপুর সংবাদদাতা: ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,
শেরপুরের নকলায় পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. সোহাগ (২৬)। তিনি নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকার মো. আব্দুল খালেকের ছেলে। গত ২৮ ডিসেম্বর সোমবার বিকেলে নকলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সামছউদ্দিন মুন্না এ দন্ড প্রদান করেন। গত সোমবার সন্ধ্যায় দন্ডপ্রাপ্ত যুবককে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দন্ডপ্রাপ্ত সোহাগ নিবন্ধনবিহীন মোটর সাইকেল নিয়ে নকলা শহরে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে নির্বাহী হাকিম সামছউদ্দিন মুন্না তাঁকে (সোহাগ) দন্ড বিধির ১৮৬ ও মোটর যান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারায় অভিযুক্ত করে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
নির্বাহী হাকিম সামছউদ্দিন মুন্না দন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৫