| দুপুর ১:২২ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

গফরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত-১২

গফরগাঁও প্রতিনিধি ঃ ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে আজ মঙ্গলবার সকালে পাগলা কুকুরের কামড়ে ১২জন আহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যে যার মতো করে কাজে যাওয়ার পথে পাকাটি গ্রামের ফজিলা খাতুন (৫৫), আব্দুল বাতেন (৫২), দুলাল মিয়া (৪৫), আবুল হোসেন (৬৫), ফাতেমা খাতুন (৪৫), মুসলেম উদ্দিন (৬৫), হামিদা খাতুন (৬০), ইব্রাহীমকে (১৫), আবুল মুন্সিসহ ১২ জনকে পাগলা কুকুর শরীরের বিভিন্নস্থানে কামড়িয়ে গুরুতর আহত হয়। পরে আহতদের স্বজনরা তাদেরকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থার অবস্থার অবনতি হলে আবুল মুন্সি ও মুসলেমকে মূমূর্ষ অবস্থায় ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৫