| রাত ১২:২৪ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে টাউন হল প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বই মেলা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার,২৮ ডিসেম্বর ২০১৫:  ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বই মেলা জমে উঠেছে। কাল বুধবার ৩০ ডিসেম্বর মেলা সমাপ্ত হবে। গত ২৪ ডিসেম্বর বই মেলা শুরু হয়। ময়মনসিংহ পৌরসভার আয়োজনে ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় “আলোকিত নগরীর জন্য বই” এই শ্লোগানকে সামনে নিয়ে একটি আলোকিত সমাজ প্রতিষ্টার লক্ষে ময়মনসিংহ পৌরসভা প্রথম বারের মতো এই বই মেলা আয়োজন করে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন- চালু থাকে। মেলায় দেশের ৪০ টি খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে। এছাড়াও ময়মনসিংহ স্থানীয় ৩টি বুক স্টল রয়েছে। টাউন প্রাঙ্গণের পুর্ব গেইট সংলগ্ন ডা. রিয়াজ বুক কর্নার” স্টলটিতে বিভিন্ন প্রকাশনার বই রয়েছে । এর মধ্যে বিশিস্ট সাংবাদিক মতিউল আলমের লেখা্‌ ২টি বই রয়েছে একটি হচ্ছে সংবাদ বিষয়ক “কলমের চোখে ময়মনসিংহ”  ও  অপরটি হচ্ছে “মহান সাধক জঙ্গী মস্তান (রহঃ) সাহেবের জীবনী”। বইমেলা আসা পাঠক ও ক্রেতারা জানান, কম পক্ষে ১৫দিন ব্যাপী মেলা হওয়া দরকার ছিল। ৭দিন খুবই কম সময়। এছাড়া বৃহত্তর ময়মনসিংহের লেখক, কবি, সাহিত্যিকদের লেখা বই বিক্রির জন্য আলাদা একটি স্টল ও তাদের উপসি’তি ব্যবস্থা করলে লেখকদের মিলন মেলা ঘটতো। তারা করেন আগামীতে কমপক্ষে ১৫ দিনে বই মেলা ও স্থানীয় লেখকদের মতামতের ভিত্তিতে মেলার আয়োজন করবেন পৌরসভা। আগামী কাল বুধবার বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৌর মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেল পরিষদের প্রশাসক এড. জহিরুল হক খোকা, বিশেষ অতিথি থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন, ম ফয়জুল হক অধ্যক্ষ একে এম আবদুর রফিক ও বাংলাদেশ  জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ সভাপতি মাযহারুল ইসলাম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০১৫