| সকাল ৮:৫১ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ ২৭ ডিসেম্বর ২০১৫, রবিবার,

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীবরদী উপজেলা ইউনিটের উদ্যোগে শনিবার বিকেলে শ্রীবরদীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শ্রীবরদী পৌরসভায় বসবাসরত ২২ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ.এস.এম. নুরুল ইসলাম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এটিএম জিন্নত আলী ও মোয়াজ্জেম হোসেন সুরুজ। এসময় অন্যান্যের মধ্যে খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, আলহাজ্ব প্রফেসর ওয়ালীউজ্জামান আশরাফী লতা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মিনুয়ারা বেগম, সন্তন কমান্ডের সদস্য জাহান আলী, আসাদুজ্জামান আসাদ সহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপসি’ত ছিলেন। সংবর্ধনায় পৌর এলাকার ২২ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে রাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অধিকার আদায় সংক্রান্ত বিষয়াবলী নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় উপস্থপক ও গণজাগরণ মঞ্চ শ্রীবরদীর মুখপাত্র এ.জেড রুমান।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৫