গফরগাঁওয়ে এক নারীর মরদেহ উদ্ধার

গফরগাঁও প্রতিনিধি ঃ ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ষোলহাসিয়া গ্রামের কাচারী পুকুর পাড় থেকে বুলু আক্তার (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। বুলু আক্তার ষোলহাসিয়া গ্রামের মৃত রইছ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, গত শুক্রবার ভোর রাত ৪টার দিকে বুলু আক্তার বাড়ি থেকে বের হয়। পরে সে আর ফিরে না আসায় সকালে তার পরিবারের লোকজন তাকে খুজতে গিয়ে কাচারী পুকুর পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মরদেহ উদ্ধারের সময় ডান হাতের ৩টি আঙ্গুল ও মুখের এক তৃতীয়াংশ শিয়ালে খেয়ে ফেলে বলে নিহতের স্বজনেরা জানান। জুআর নামাজের পর জানাযা শেষে বুলু আক্তারের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।