| রাত ৯:০২ - সোমবার - ২২শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৪ হিজরি

শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

 

স্টাফ রিপোর্টার | ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) হিজরী ১৪৩৬ উদযাপন করেছে।
এ উপলক্ষে তরিকত মিশনে ২দিন ব্যাপী মহানবী (সাঃ) উপর আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এছাড়া শেষ দিন গত ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে ময়মনসিংহ শহরে বর্নাঢ্য জুশনে জুলুস বের হয়। শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ থেকে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের মহাপরিচালক ও গদীনসীন, বিশিষ্ট ইসলামী চিন-াবিদ, মরমী কবি পীরজাদা আলহাজ্ব মাওলানা খাজা শাহ মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী এর নেতৃত্বে বর্নাঢ্য জুশনে জুলুসটি দরবার শরীফ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন হাজার হাজার ভক্ত আশেকান, জাকেরানবৃন্দ। বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম’ ও “বিশ্বনবীর জন্মদিন-আজ আমাদের খুশীর দিন” শ্লোগানে শ্লোগানে শহর মুখরিত করে তোলে। “ঈদ-ই-মিলাদুন্নবী-কায়েম হোক, কায়েম, হোক” শ্লোগান দিতে দিতে সারা শহর প্রদক্ষিণ করে। জুসনে জুলুস শেষে লালকুঠি দরবার শরীফ গিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুজাদ্দেদীয়া তরিকত মিশনের মহাপরিচালক গদীনশীন, মাওলানা খাজা শাহ মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী। ##

সর্বশেষ আপডেটঃ ১:৩১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০১৫