নেত্রকোনায় বাকপ্রতিবন্ধীর স্ত্রীর আত্মহনন

নেত্রকোনা প্রতিনিধি, ২৫ ডিসেম্বর ২০১৫ঃ জেলা শহরের উত্তর সাতপাই গ্রামের বাকপ্রতিবন্ধী পাপান কুমার দত্তের স্ত্রী মৌসুমী দত্ত(২১) পারিাবিক গঞ্জনা সইতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের উত্তর সাতপাই গ্রামের পাপন কুমার দত্ত বাকপ্রতিবন্ধী বলে পাপনের মা ও পরিবারের লোকজন প্রায়শই তাকে এবং তার স্ত্রীকে নানা কটু কথা বলত। এতে তার স্ত্রী মৌসুমী দত্ত মনের ক্ষোভে বৃহস্পতিবার সন্ধ্যায় সবার অজান্তে ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মাছুদুল আলম দৈনিক লোকলোকান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।