ধোবাউড়ায় ফুটবল কন্যাদের ফুল দিয়ে বরণ
ধোবাউড়া প্রতিনিধি ঃ ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার,
ধোবাউড়ায় গতকাল বুধবার বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। মুলত বিকাল থেকে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ অপেক্ষায় থাকে নেপাল জয় করা মেয়েদের জন্য। পরে সন্ধার পর রাত আনুমানিক ৭.৩০ টায় ধোবাউড়ায় আসলে সাংবাদিক সমিতির কার্যালয়ে ছোট পরিষরে সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরে নেপাল থেকে ফিরে আসা ৫ জন ফুটবলার এবং যার প্রেরনায় ও পরিশ্রমে গড়ে উঠেছে মেয়েরা সেই কারিগর মফিজ স্যার এবং প্রধান উৎসাহ প্রধানকারী প্রধান শিক্ষক মিনতী রাণী শীলকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সাংবাদিক সমিতির সভাপতি নীহার রঞ্জন পাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় ছোট আলোচনা সভায় বক্তব্য রাখেন ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান,বাবু আনন্দ চন্দ্র বিশ্বাস। উল্লেখ্য যে, এএফসি অনুর্দ্ধ-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ১০ জন ছাত্রী অংশ গ্রহণ করে। এর আগে ময়মনসিংহে সাংবাদিকদের উদ্যোগে এবং পরে কলসিন্দুরে আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন খানের নেতৃত্বে বরণ করা হয়।