| রাত ৪:৫১ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় অপহৃত শিশু উদ্ধার হলেও ১০ দিনেও জ্ঞান ফিরেনি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:  ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,
মুক্তাগাছার রসুলপুর গ্রাম থেকে অপহৃত হওয়া শিশু মোহাম্মদ আলী (৫) অপহরণের ১৬ ঘণ্টা পর মধুপুরের গহিন বনে আনারস ড়্গেত থেকে রাত ১০টায় উদ্ধার হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ১০ দিনেও তার জ্ঞান ফিরেনি। জানা যায়, মুক্তাগাছা রসুলপুর গ্রামের দিন মুজুর জালাল উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী গত ১৩ ডিসেম্বর ভোর ৬টায় নিজ বাড়ী থেকে হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করার পর ঐদিন রাত ১০টায় রসুলপুর গহিন বনের ভেতর আনারস ড়্গেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে এবং আহত অবস্থায় জরম্নরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন পার হয়ে গেলেও তার জ্ঞান ফিরেনি। তার অবস্থা আশংকাজনক। রসুলপুর এলাকায় দীর্ঘদিন যাবত গাজা, মদ, জুয়াসহ বিভিন্ন অপকর্ম হয়ে আসছে। ধারণা করা হচ্ছে নেশাখোরেরা শিশুটিকে অপহরণ করতে পারে। পরবর্তীতে শিশুদের অভিভাবকরা গরীব বিধায় তাদের কাঙ্খিত মুক্তিপণ পাওয়ার আশা ক্ষীণ হওয়ার চিনত্মা করেই শিশুটিকে আনারস ক্ষেতে ফেলে দেয় বলে এলাকাবাসীর ধারণা। বর্তমানে শিশুটির পিতা শিশুটির চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না। এ ব্যাপারে সমাজের সুধীজনসহ বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন দিন মুজুর জালাল উদ্দিন। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে (৬ষ্ঠ তলা নতুন বিল্ডিং) চিকিৎসাধীন রয়েছে। যোগাযোগ: ০১৭৪২-৭০৮৮৫২ (শিশুটির নানা তোতা মিয়া)।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৫