| দুপুর ১২:৪৯ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে পৌরসভা নির্বাচন নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভা

বাজিতপুর সংবাদদাতা, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবারঃ  কিশোরগঞ্জের বাজিতপুর আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার এজেড এম শারজিল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিমিয় সভায় ৪জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ, স্বতন্ত্র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শওকত আকবর (জগ) প্রতীক এবং ১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী সালেহা বেগম (আঙ্গুর মার্কা), পান্না বণিক (ভ্যানেটি ব্যাগ), হাছিনা পারভিন (কাঁচি) ২নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী আমেনা আক্তার (আঙ্গুর) মোছাঃ মুমেনা (গ্যাস চুলা), রোকেয়া আক্তার (পুতুল), হাছিনা আক্তার (কাঁচি), ৩ নং ওয়ার্ডের নিশা আক্তার (আঙ্গুর), মরিয়ম বেগম (কাঁচি) স্বপ্না বেগম (ভ্যানিটি ব্যাগ), সেলিনা আক্তার খাতুন  মৌমাছি), ১ নং সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ ইসরাফিল মিয়া (পাঞ্জাবী) মোঃ তাজুল ইসলাম (ডালিম), মূর্শেদী ইফতেখারুল ইসলাম (উটপাখি), মোঃ সাদত আলী (পানির বোতল), সামসুদ্দিন (গাজর), মোঃ হেলাল উদ্দিন  টেবিল ল্যাম্প) ২নং ওয়ার্ড মোঃ ফুল মিয়া (ডালিম), মোঃ মোশারফ হোসেন মিলন (ঢেঁড়শ), মাজাহারুল ইসলাম রিপন (ব্রিজ), মোঃ রাজু মিয়া (উটপাখি), শেখ মজিবুর রহমান (পানির বোতল), মোঃ শফিকুল ইসলাম (পাঞ্জাবী), মোঃ হারুন মিয়া  টেবিল ল্যাম্প), ৩ নং ওয়ার্ড মোঃ আব্দুর রহিম (উটপাখি), মোঃ ওয়াসিমুল হক  (টেবিল ল্যাম্প), মোঃ নাজমুল হক (পাঞ্জাবী), মোঃ হুমায়ুন কবির (পানির বোতল), ৪ নং ওয়ার্ড মোঃ এমাদ উদ্দিন (উটপাখি), মোঃ শাফায়েত জামান (ডালিম), মোঃ হাবিবুর রহমান আমিন (পানির বোতল), ৫ নং ওয়ার্ড দীপক চক্রবর্ত্তী (পানির বোতল), মোঃ দ্বীনইসলাম (গাজর), নাজিম উদ্দিন ভূঁইয়া (টেবিল ল্যাম্প), মীর হোসেন (ব্রিজ), মোঃ শওকত কামাল খান (ডালিম), শারমিন জাহান (ব্ল্যাক বোর্ড), শাহাবুদ্দিন (উটপাখি), মোঃ হেদায়েতুল ইসলাম নয়ন (পাঞ্জাবী), ৬ নং ওয়ার্ড মোঃ আলী আকরাম  (টেবিল ল্যাম্প), মোঃ  আলমগীর (পাঞ্জাবী), মোঃ মনির (উটপাখি), ৭নং ওয়ার্ড আলাউদ্দিন আহম্মদ (ডালিম) একে এম এমদাদুল ইসলাম (গাজর), কামাল মিয়া (পাঞ্জাবী), নজরুল ইসলাম  টেবিল ল্যাম্প) মোঃ নরুল ইসলাম (পানির বোতল), মোঃ রফিকুল ইসলাম (উটপাখি), ৮নং ওয়ার্ড ফয়সাল আলী ভূঁইয়া (ডালিম), রেজুয়ান আহম্মেদ (পানির বোতল), মোঃ শাহজাহান (পাঞ্জাবী), শওকত মিয়া (টেবিল ল্যাম্প), মোঃ সিরাজুল ইসলাম (ঢেঁড়স) হাছিনা বেগম (উটপাখি), ৯নং ওয়ার্ড কাউসার আহম্মেদ কাশেম (পাঞ্জাবী), মাকসু মিয়া (পানির বোতল), মোঃ মঞ্জু মিয়া (উটপাখি), মোঃ মাহবুবুর রহমান (টেবিল ল্যাম্প)। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, আগামী ৩০ ডিসেম্বর সুষ্টু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রার্থীদের নির্বাচনের আচরণ বিধি মেনে চলার জন্য মতবিনিময় সভায় বলা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩২ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৫