| ভোর ৫:০৬ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আচরণবিধি লংঘনের দায়ে গৌরীপুরে দুই মেয়র ও ১৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

গৌরীপুর সংবাদদাতা, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবারঃ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত দুই মেয়র প্রার্থীকে ভ্রাম্যমান আদালত সোমবার রাতে পৃথকভাবে জরিমানা করেছে। এছাড়াও গত তিনদিনে আরো ১৩ জন কাউন্সিলর প্রার্থীকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার একেএম মূছা দৈনিক লোকলোকান্তরকে জানান, প্রচারনার নির্ধারিত সময়ের পর (রাত ৮টার পর) উচ্চ শব্দের সাউন্ডবক্স ব্যবহার করে মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের নৌকা প্রতীকের পক্ষে সঙ্গীত বাজানোর অপরাধে কালিপুর মধ্যম তরফ এলাকার মুদি দোকানদার পাপ্পুকে আটক করে এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেলের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। পরে রাত সাড়ে ১১টার দিকে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে তাকে মুক্ত করে নেয়া হয়। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সুজিত কুমার দাসের (ধানের শীষ) নির্বাচনী অফিসে কর্মী সমর্থকদের চা দিয়ে আপ্যায়নের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গত তিনদিনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টার দেয়ালে সাটানোর অপরাধে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা দূর-রে শাহওয়াজ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রিপন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নবী নেওয়াজ খান পাঠান ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রউফ মোস্তাকিম প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে প্রতীক বরাদ্দের পর থেকে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একেএম রোকনুজ্জামান রোকন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ গোলাম আলিমেল হাকিম মুন্সী, শফিকুল ইসলাম বুট্রু, মোঃ শামীম হোসেন চৌধুরী, মোঃ নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান, মোঃ মিজুনুর রহমান ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ শিউলি চৌধুরী, মিনু চৌধুরী প্রত্যেককে এক হাজার টাকা করে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোছাঃ আলেয়া বেগমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০১৫