শ্রীবরদীতে নৌকার পক্ষে ভোট চাইলেন এ্যাডঃ চন্দন কুমার পাল

শ্রীবরদী প্রতিনিধি, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার: আসন্ন ৩০ শে ডিসেম্বর শ্রীবরদী পৌর নির্বাচনে নিজ দলের মনোনীত প্রার্থী আবু সাইদের নৌকা মার্কার পক্ষে গত সোমবার সন্ধ্যায় শ্রীবরদী পৌর এলাকায় ভোট প্রার্থনা করেন শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্ষিয়ান আ’লীগ নেতা এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। গত সোমবার সন্ধ্যায় শ্রীবরদী পৌর নির্বাচন উপলক্ষ্যে সরকারি কলেজ রোডস’ দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর সাথে মত বিনিময় কালে তিনি সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবু সাইদকে একটি বারের জন্য পৌরবাসীর উন্নয়ন করার লক্ষ্যে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, আগামী ৩০ শে ডিসেম্বর জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে আ’লীগ মনোনীত প্রার্থী মেয়র পদে বিজয়ী হলে পৌরবাসীর সার্বিক উন্নয়নে আবু সাইদ কাজ করে যাবেন। অবহেলিত শ্রীবরদীকে মডেল, ডিজিটাল পৌরসভা গড়তে নৌকা মার্কার কোনই বিকল্প নেই। মত বিনিময় কালে শ্রীবরদী পৌর নির্বাচনে আ’লীগের মেয়র পদে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও প্রস্তাবিত ৭১ আশরাফী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আশরাফী লতা পৌর নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থীর নির্বাচনী খরচ বাবদ ১ লক্ষ টাকা ও ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সভাপতি ওয়ারেছ নাইম ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এসময় উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, ঝিনাইগাতী উপজেলা আ’লীগ সভাপতি ওয়ারেছ নাইম, নারী নেত্রী নাসরিন বেগম, আ’লীগ নেতা এম.এ. মতিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফী লতা, মোহাম্মদ আলী লাল মিঞা, আব্দুল্লাহ আল সালেহ্, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান সুজা, এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, ছাত্র নেতা জুয়েল আকন্দ, মেরাজ চৌধুরী, নৌকা প্রেমী ইদু মিয়া সহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।