ত্রিশালে জুয়েলকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুনঃ মেয়র টিটু
লোকলোকান্তর ডেস্ক,২১ ডিসেম্বর ২০১৫ঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকরামূল হক টিটুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ২০ ও ২১ ডিসেম্বর ত্রিশালে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এসময় মেয়র টিটু বলেছেন পৌর এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি জাহিদুল ইসলাম (জুয়েল সরকার)কে নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে ত্রিশালের কাঙ্খিত উন্নয়ন করার সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এসময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম (জুয়েল সরকার) ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপসি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আহম্মদ হোসেন আকন্দ, নজরুল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, ময়মনসিংহ পৌরসভার প্যানেল নজরুল ইসলাম, কাউন্সিলর লিয়াকত হোসেন, শওকত জাহান মুকুল, আনোয়ারুল হক রিপন, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ প্রমূখ