| সকাল ১১:৩৩ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সাংবাদিক তিলক রায়ের মায়ের শেষকৃত্য সম্পন্ন

পূর্বধলা প্রতিনিধি, ২১ ডিসেম্বর ২০১৫ঃ  দৈনিক ভোরের কাগজ পত্রিকা ও দৈনকান্তলোকান্তর পত্রিকার পূর্বধলা প্রতিনিধি তিলক রায় ও ঢাকার সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত বংশাল থানার অপরেশন অফিসার সাব-ইন্সপেক্টর গৌতম রায়ের মা এবং গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ইন্দুভূষন রায়ের স্ত্রী বকুল রানী রায়ের শেষকৃত্য রোববার সন্ধায় শ্যামগঞ্জ শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়েছে। তিনি শনিবার ভোররাতে বার্ধক্যজনিত কারনে শ্যামগঞ্জ বাজারস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ পুত্র, ১ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার শেষকৃত্যানুষ্ঠানে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে নেত্রকোণা ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা ও গৌরীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

দৈনিক লোকলোকান্তর পত্রিকার পরিবারের পক্ষ থেকে বকুল রানী রায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানান।

সর্বশেষ আপডেটঃ ৮:০০ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০১৫