| সকাল ৭:৪৪ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মিলেমিশে কাজ করলে জেলা পরিষদকে জনকল্যাণকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব-জেলা পরিষদের প্রশাসক এড. জহিরুল হক

 

স্টাফ রিপোর্টার ॥  ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার,

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ জহিরুল হক বলেছেন সকলে কাধে কাঁধ মিলিয়ে কাজ করলে জেলা পরিষদকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব। ময়মনসিংহ জেলা পরিষদে দক্ষতা ও সততার সাথে কর্মকাল সমাপ্ত হওয়ায় অবসরজনিত চার কর্মচারীর বিদায় সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের এডবোকেট মোঃ জহিরুল হক উপরোক্ত কথা বলেন। জেলা পরিষদের ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাহেদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মামুনের পরিচালনায় সভায় এড জহিরুল হক আরো বলেন, বিদায়ী কর্মচারী জগদীস রাজভর, আঃ খালেক, হারুণ অর রশিদ ও মাজহারুল ইসলাম তাদের স্ব-স্ব কাজে অত্যন- দক্ষতা, সততা ও সময়ানুবর্তীতার পরিচয় দিয়েছেন। তিনি মনে করেন জেলা পরিষদ একটি পরিবার। এ পরিবার একে অপরের সাথে মিলেমিশে কাধে কাঁধ মিলিয়ে কাজ করলে জেলা পরিষদকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে। এ সময় সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমি কারো পেটে লাথি দেই না। চাইনা আমার কলমের দ্ধারা চাকুরীক্ষেত্রে কারো ক্ষতি হোক। পাখি যেম তার ডানা দিয়ে পাখির বাচ্চাকে আগলে রাখে আমিও তেমনি একজন অভিভাবক হিসাবে সকলকে রক্ষা করতে চাই। জেলা পরিষদের প্রশাসক হিসাবে এডভোকেট মোঃ জহিরুল হকের যোগদান গতকাল ২০ ডিসেম্বর ৪ বছর পুর্ণ হওয়ায় তিনি কর্মকর্তা-কর্মাচারীদের সকলের উদ্দেশ্যে বলেন দেখতে দেখতে চার বছর কেটে গেছে। তা খোজই পাইনি। দায়িত্ব পেয়ে সঠিকভাবে সকলকে নিয়ে কাজ করার চেষ্ঠা করেছি। অনুষ্ঠানে এছাড়াও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহেদুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ, হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম, জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত সহকারী হুমায়ুন কবির হিমেল, সার্ভেয়ার মোঃ ফিরোজ হোসেন, জহিরুল ইসলাম, খন্দকার জহিরুল ইসলামসহ বিদায়ী কর্মচারীগন বক্তব্য রাখেন। পরে দক্ষতা, সফলতা, সততা ও দায়িত্বশীলতার সাথে জেলা পরিষদের প্রশাসক হিসাবে চার বছর পুর্ণ করায় পরিষদের পক্ষ থেকে মোঃ জহিরুল হকহে স্বারক প্রদান করা হয়। এছাড়া বিদায়ী কর্মচারীদেরকে সমিতির পাওনা পরিশোধের চেক ও পুরষ্কার প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫