| বিকাল ৪:৫৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হোসেনপুরে ৫ মেয়র ও ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :২০ ডিসেম্বর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজন মেয়র প্রার্থী ও আটজন কাউন্সিলর প্রার্থীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দেয়ালে পোস্টার লাগানোর দায়ে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তরফদার সোহেল রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন। আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আব্দুল কাইয়ুম খোকনকে পাঁচ হাজার টাকা,বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মাহবুবুর রহমানকে পাঁচহাজার টাকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল কাদির স্বপনকে পাঁচহাজার টাকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী সৈয়দ হোসেন হাছুকে পাঁচহাজার টাকা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার আলী মৃধাকে পাঁচহাজার টাকা। কাউন্সিলর প্রার্থী আবুল কালামকে পাঁচহাজার টাকা, মাহবুবুল আলম দুলুকে দুইহাজার টাকা, নাজমুল হক লিমনকে দুইহাজার টাকা, ফজলুল হক বাদলকে একহাজার টাকা, সংরড়্গিত মহিলা আসনের প্রার্থী পারভিন আক্তারকে দুইহাজার টাকা,চম্পা আক্তারকে দুইহাজার টাকা,অনুফা আক্তারকে দুইহাজার টাকা ও পারভীন আক্তারকে এক হাজার টাকা।

সর্বশেষ আপডেটঃ ৮:৪১ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫