| দুপুর ১২:০৬ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে মেয়র প্রার্থীর সমর্থককে দেড় মাসের জেল ও জরিমানা

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর সভার নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে আওয়ামীলীগের বিদ্রোহী-স্বতন্ত্র মেয়র প্রার্থী মো:শওকত আকবরের সমর্থক সাব্বির আহমেদ তাপসকে গত শনিবার রাত ৯টায় দেড় মাসের কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, গত শনিবার রাতে বিদ্রোহী-স্বতন্ত্র মেয়র প্রার্থী মো:শওকত আকবরের(জগ মার্কা) সমর্থক সাব্বির আহমেদ তাপস মাইকে ঘোষণা দেয় যে, রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শওকত আকবরের পরিচিত জন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্বাচন করতে বলেছেন। এমন বক্তব্য সাব্বির আহম্মেদ মাইকে পৌর এলাকায় প্রচার করেন। বাজিতপুরে কর্মরত নির্বাহী ম্যাজিস্টেট গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সাব্বির আহম্মেদ তাপসকে আটক করেন। পরে রবিবার তাকে থানার পুলিশ কোটে চালান দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ২০, ২০১৫