কিশোরগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | ২০ ডিসেম্বর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান আকিলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাতে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় তাকে এই অর্থদ- করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার সহকারি রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, সাধারণ কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান আকিল (পাঞ্জাবি প্রতীক) আচরণবিধি লঙ্ঘন করে শনিবার রাতে মিছিল করেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।