তারাকান্দায় গ্যারেজে দূধর্ষ চুরি

তারাকান্দা প্রতিনিধি,১৯ ডিসেম্বর,২০১৫ঃ ময়মনসিংহের তারাকান্দা সদরে দোকানের বেড়া কেটে গ্যারেজে দূধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। জানা গেছে তারাকান্দা দক্ষিণ বাজারে মোঃ আনোয়ার হোসেনের গ্যারেজের গত বুধরার রাতে চুরি হয়। চোর বা চোরেরা ১ লক্ষ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।