| সন্ধ্যা ৬:০৭ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সরকার মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করছে-নান্দাইলে এম,পি তুহিন

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,

১৫৪- ময়মনসিংহ-৯ নান্দাইল এর জাতীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের সাধ্যমত চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নে ঈষান্বিত হয়ে বিএনপি-জামাত শিবির চক্র নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত এদের প্রতিহত করতে তিনি নান্দাইল বাসীকে সজাগ থাকার আহবান জানান। তিনি পর্যায়
ক্রমে নান্দাইলের শিক্ষা প্রতিষ্ঠান সহ সার্বিক উন্নয়নের অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি ঘোষপালা মাদরাসার বাউন্ডারী ওয়ালসহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। জাতীয় সংসদ সদস্য  শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ফাযিল মাদরাসার সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। মাদরাসার সভাপতি মোঃ খায়রম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান , আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, শিক্ষা অধিদপ্তর নান্দাইল অঞ্চলের সহকারী প্রকৌশলী বাবু অনিল কুমার বিশ্বাস চন্ডীপাশা ইউপিঃ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ এমদাদুল হক ভূইয়া, আচারগাঁও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, রসুলপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম উপসি’ত ছিলেন। অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানগনসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ স’ানীয় সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ৬৪ লড়্গ টাকা ব্যয়ে এ সম্প্রসারিত ভবনের নির্মান কাজ সম্পন্ন করেন।#

সর্বশেষ আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০১৫