| দুপুর ১:৫৬ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

কিশোরগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জ শহরে পূর্ব শত্রম্নতায় সুফল আহমেদ (১৮) নামে এক তরম্নণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সুফল আহমেদ শহরের পশ্চিম হারম্নয়া এলাকার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় রেজওয়ানুল ইসলাম মুন (১৮) নামে এক তরম্নণকে আটক করেছে পুলিশ। শহরের হারম্নয়া চৌরাসত্মা এলাকায় বসবাসরত রেজওয়ানুল ইসলাম মুন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী গ্রামের ওসমান গণির ছেলে।
পুলিশ, পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হারম্নয়া এলাকায় কতিপয় তরম্নণ ব্যাডমিন্টন খেলছিল। এক পর্যায়ে পূর্বের একটি মারামারির জের ধরে কয়েক তরম্নণ সুফলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস’ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় যাওয়ার পথে রাতেই সুফল মারা যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় রেজওয়ানুল ইসলাম মুন (১৮) নামে একই এলাকার এক তরম্নণকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস’তি চলছে।

সর্বশেষ আপডেটঃ ৬:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০১৫