| বিকাল ৫:২৭ - বুধবার - ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

শেরপুর রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের মহান বিজয় দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী ভাষা সৈনিক মরহুম রফিক উদ্দিন মাস্টারের নামে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলড়্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসত্মম্ভে পুষ্পসত্মবক অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর রাতে রফিকনগর গ্রীণ গ্রাউন্ডে পরিষদের সভাপতি নজরম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. মোছাদ্দেক ফেরদৌসী। এতে বক্তব্য দেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক মুহসীন আলী আকন্দ, সমাজসেবক মজিবর রহমান মাস্টার, আসাদুজ্জামান লায়ন, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট সুরম্নজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভাষা সৈনিক রফিকউদ্দিন মাস্টারের ছেলে অ্যাডভোকেট গোলাম হক সরকার, আক্কাস আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি এ. কে. এম মোছাদ্দেক ফেরদৌসী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভাষা সৈনিক রফিকউদ্দিন মাস্টারের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন গাজীউর রহমান গাজী, নূর মোহাম্মদ ও বাবুল সরকার।

সর্বশেষ আপডেটঃ ৭:২৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০১৫