গফরগাঁওয়ে বিএনপির নেতাকে সংবর্ধনা
আজহারম্নল হক, গফরগাঁও ঃ ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে কারামুক্ত কেন্দ্রীয় জাতীয়তাবাদী তৃণমূল দলের সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট আল-ফাত্তাহ খানকে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীসহ পাঁচবাগ ইউনিয়নবাসী।
ময়মনসিংহ জেলা কারাগার থেকে গত মঙ্গলবার সকালে বিএনপির এ নেতা জামিনে মুক্ত হন। গতকাল পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে বাড়িতে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরে এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আল-ফাত্তাহ খান, বিএনপি নেতা আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান পল্টন, গফরগাঁও উপজেলা তৃণমূল দলের সভাপতি মীর রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক জনি মোলস্না, পাগলা থানার তৃণমূল দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খাঁ, যুগ্ন-সম্পাদক নিপুল মেম্বার, প্রমূখ।