ঈশ্বরগঞ্জে গণসংযোগে কেন্দ্রীয় নেতারা গণতন্ত্র ফিরে পেতে ধানের শীষে ভোট দিন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান পৌর নির্বাচনে ২০ দলীয় জোট ও বিএনপির প্রার্থী পৌর বিএনপির ফিরোজ আহমেদ ভুলু’র পক্ষে গণসংযোগে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা। এসময় তারা গণতন্ত্র ফিরে পেতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের আহ্বান জানান। বৃস্পতিবার বিকেলে পৌর সদরের ধানের শীষের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গণসংযোগ পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ার হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম খান নাসিম, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে. এম. হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরম্নল ইসলাম ভূইয়া মনি, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহব্বায়ক শহিদুল হক রিপন, পৌর শ্রমিক দলের আহব্বায়ক তোফাজ্জল হোসেন ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক তাজুল ইসলাম রয়েল সহ বিএনপি ও এর অঙ্গসযোগী সংগঠনের পৌর শাখার নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে নেতারা পৌর সদরে প্রার্থীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। কেন্দ্রীয় নেতারা ভোটারদের কাছে গণসংযোগ করায় প্রার্থীর সমর্থনে ব্যাপক সাড়া পড়ে।