| রাত ৮:২৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কোটি কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন

অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার,

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টা ৩১মিনিটে ময়মনসিংহ শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর ও রেলওয়ে কৃষ্ণচুড়া চত্ত্বরে কোটি কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত করে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি।

এসময় শহরের বিভিন্ন সড়কে পথচারিরাও দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানস্থলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনকালে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী আজাদ জাহান শামীম এবং রেলওয়ে কৃষ্ণচুড়া চত্ত¡রে সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল­াত, যুবলীগের জেলা সভাপতি অধ্যাপক গোলাম সারোয়ার, ডা. প্রদীপ কর, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নজর“ল ইসলাম চুন্নু, যুব ইউনিয়নের জেলা সভাপতি আব্দুর রব মোশাররফ, নারী নেত্রী মনিরা বেগম অনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০১৫