| দুপুর ১:৪২ - সোমবার - ২২শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৪ হিজরি

শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

 সাভার, ১৬ ডিসেম্বর, ২০১৫ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ সকালে এখানে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নির্দশন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সম্মিলিত চৌকশ দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে অন্তিম সুর বাজানো হয়।
জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীবর্গ, বিরোধী দলীয় নেতা, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলের প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৫