পূর্বধলা ও শ্যামগঞ্জে মহান বিজয় দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার,
পূর্বধলা ও শ্যামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলড়্গ্যে পূর্বধলা উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, শ্যামগঞ্জস’ রাধাগোবিন্দ মন্দির, উদীচী শিল্পী গোষ্টীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিড়্গা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচী সমূহের মধ্যে ছিল দিবসের শুভসূচনা, পুষ্পসত্মবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকণ প্রতিযোগিতা।
উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহিদুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লূৎফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা থানার ও.সি মোঃ আব্দুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ। এছাড়া গোহালাকান্দা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে শ্যামগঞ্জস’ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফ আলী ফকিরের সভাপতিত্বে ও আঃ রাশিদের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ সালাহ উদ্দিন চান, আ’লীগ নেতা ফরিদ আহমদ বিপস্নব, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ ফারম্নক আহমদ সবুজ, যুগ্ম-আহ্বায়ক এনায়েত হোসেন কবীর শামীম, লাক মিয়া, ছাত্রলীগ নেতা সালমান রহমান কিরণ ও জনি প্রমুখ।