ময়মনসিংহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
শাহ আলম উজ্জ্বল,১৪ নভেম্বর ২০১৫, শনিবারঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ময়মনসিংহে শুরু হয়েছে ।এ উপলক্ষে আজ শনিবার সকালে ময়মনসিংহ পৌর সভা প্রাঙ্গনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ান পৌর মেয়র ইকরামুল হক টিটু,এ সময় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বজলুর রহমান,ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহিন সুলতানা উপস্থিত ছিলেন ।
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার ১৪৭টি ইউনিয়ন ও ১১টি পৌর সভার ৩ হাজার ৭০৪টি টিকাদান কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে এই কর্মসূচী শুরু করা হয়।
৬ থেকে ১১ মাস এবং ১ থেকে ৫ বছরের কম বয়সী জেলার ৮ লক্ষ ৯৮ হাজার ২১১ জন শিশুকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে।