ফ্রান্সে হামলার ঘটনায় প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর নিন্দা, শোক
স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০১৫, শনিবার,
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক বার্তায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তারা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভয়াভহ বোমা হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি কনসার্টে হামলা ও জিম্মির ঘটনায় মারা গেছেন কমপক্ষে ১১০ জন। উদ্ভুত পরিস্থিতিতে ইউরোপের এই দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। ইতিমধ্যে দেশটির সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এটাই বড় ধরনের কোন হামলা।