কিশোরগঞ্জে অসুস্থ বীর প্রতীককে জেলা প্রশাসকের অনুদান
কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান পাঠানকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ্। শুক্রবার সকালে শহরের খরমপট্টি এলাকায় নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীকের বাসায় গিয়ে তার হাতে জেলা প্রশাসক ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। অসুস’তার মাঝেও বিছানায় শুয়েই এ সময় তেজোদ্দীপ্ত গলায় নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীক জেলা প্রশাসককে আহবান জানান, তার প্রশাসনের কোন সত্মরেই যেন কোন রাজাকার বা স্বাধীনতা বিরোধী অবস’ান করতে না পারে। তিনি আড়্গেপের সঙ্গে বলেন, মু্ক্িতযুদ্ধের সময় তার বাবাকে তৎকালীন নেজামে ইসলামীর সভাপতি মাওলানা আতাহার আলী ধরে নিয়ে ইসলামিয়া ছাত্রাবাসের মাঠে প্রখর রোদে ফেলে অকথ্য নির্যাতন করেছিলেন। তারই ছেলে মাওলানা আনোয়ার শাহ এখন শহরের শহীদি মসজিদের ইমাম। সমাজের বিভিন্ন সত্মরে স্বাধীনতা বিরোধীদের দাপটের সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। জবাবে জেলা প্রশাসক জিএসএম জাফরউলস্নাহ বলেন, বর্তমান যুগে জ্ঞাতসারে প্রশাসনের ভেতর স্বাধীনতা বিরোধীদের অবস্থান করার কোন সুযোগ নেই। তারপরও এ ধরনের তথ্য প্রদানে তিনি মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের পরামর্শ কামনা করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. আসাদ উলস্নাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান ও বাছিরউদ্দিন ফারম্নকীসহ অন্যান্য মু্ক্িতযোদ্ধা নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।