| দুপুর ১:৫৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে এস এস সি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মহিউদ্দিন লিটন, বাজিতপুর(কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ  ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সদ্যপ্রকাশিত এস এস সি নিবাচনী পরিক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়, আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাফেজ আঃ রাজ্জাক মডেল উচ্চ বিদ্যালয় বোর্ডের নির্ধারিত ফি বিজ্ঞানে ১,৪৫৫ টাকা, মানবিক ও বানিজ্য বিভাগে ১,৪০৫ টাকা নেওয়ার কথা। কিন্তু বিভিন্ন স্কুল কর্তৃপড়্গ বিভিন্ন অজুহাত দেখিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ১ হাজার থেকে ১,৫০০ টাকা বেশি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিড়্গামন্ত্রি মাননীয় নূরম্নল ইসলাম নাহিদ বলেছেন, কোন বিদ্যালয় বোর্ডের অতিরিক্ত ফি নেওয়ার বিধান নেই বলে উলেস্নখ করেন। বিভিন্ন সূত্র হতে জানাযায়, কোন কোন বিদ্যালয় বোর্ড ফি, আবার কোন কোন বিদ্যালয় ৩ মাস থেকে ৬ মাসের মাসিক বেতন শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রিম আদায় এবং কোচিং ফি দায় সাড়াভাবে ফরম ফিলাপের সঙ্গে আদায় করছে। বাজিতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল এর সঙ্গে এবিষয়ে গত কাল শুক্রবার সকাল ১০টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ বোর্ড ফি বাদে অতিরিক্ত ফি নিচ্ছেনা। যদি কোন বিদ্যালয় বোর্ড ফি বাদে অতিরিক্ত ফি নেয় তা হলে আইনানুগ ভাবে ব্যবস’া নিবেন বলে উলেস্নখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৫