| দুপুর ১২:৪৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লার উদ্দ্যোগে পাল্টে গেছে থানার দৃশ্যপট

রফিক বিশ্বাসঃ ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার,

একজন পুলিশ অফিসার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবাসহ উন্নয়নের ভূমিকা পালন করতে পারে তার উদাহরণ রেখেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোলস্না। গত বছর ২১ জানুয়ারী তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে এ থানায় যোগদান করেন তিনি। যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দাঙ্গাহাঙ্গা রোধে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে তারাকান্দা ১০টি ইউনিয়নের ১৭১টি মৌজা শানিত্ম ফিরিয়ে এনেছেন। যৌতুক, বাল্য বিয়ে রোধে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করে আইনশৃঙ্খলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। এ ছাড়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের নিয়ে নিয়মিত বৈঠকের মাধ্যমে দিক-নির্দেশনা দিয়ে দড়্গ-চৌকস বাহিনী গড়ে তুলেছেন। তিনি থানার বিভিন্ন সমস্যা তুলে ধরে পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্তৃপড়্গের নিকট আবেদন করে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার ফলশ্রম্নতিতে থানার একের এক সমস্যা সমাধান হচ্ছে। ১৯৯৯ সনের ১৯ শে মে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের পাশে তারাকান্দা থানা প্রতিষ্ঠিত হয়। খোলা একটি মাঠে দ্বিতল ভবনে চলে কার্যক্রম। নিরাপত্তা ভাউন্ডারী না থাকায় প্রতিনিয়তই থানার মাঠে চষে বেড়াত গৃহপালিত প্রাণী। তিনি এ থানায় যোগদান করার পর থানার ভাউন্ডারী নির্মান, থানা মসজিদের উন্নয়ন, গাড়ী রাখার গ্যারেজ ও গোলঘর নির্মাণের আবেদন জানিয়ে আসছেন। যার ফলশ্রম্নতি সফল পুলিশ সুপার মঈনুল হকের সহযোগীতায় প্রায় ৫২ লড়্গ ব্যয়ে থানার বিশাল বাউন্ডারী নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোলস্না স’ানীয় সংসদ সদস্যের সহযোগীতায় ও এলাকাবাসীর অর্থায়নে তারাকান্দা থানা মসজিদের এসি স’াপন মসজিদের শোভাবর্ধনে সংস্কার কাজ করেন। যা উত্তর ময়মনসিংহে এসি মসজিদ হিসেবে পরিচিত। এ ছাড়া থানা প্রাঙ্গণে বৃড়্গরোপনসহ একটি গোলঘর ও গ্যারেজ এলাকাবাসীর সহযোগীতায় নির্মাণের পরিকল্পনা নিয়েছেন এবং এর কাজ শুরম্ন করে দিয়েছেন। দড়্গ পুলিশ অফিসার আলী আহম্মেদ মোলস্না জানান, থানা এলাকার ৭০ কিলোমিটার হাইওয়ে রাসত্মার নিরাপত্তা ডিউটির জন্য থানার একটি পুরাতন পুলিশ পিকআপ পরিবর্তন করে স’ানীয় সংসদ সদস্যের সহায়তায় প্রধানমন্ত্রীর প্রদত্ত আধুনিক একটি পুলিশ পিকআপ বরাদ্দ আনেন। এ ছাড়া গত বৃহস্পতিবার পুলিশ সুপারের সহায়তায় আরও একটি পিকআপ তারাকান্দা থানায় হসত্মানত্মর করা হয়। ওসি আলী আহম্মেদ মোলস্না জানান, তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহাবুব মুরাদ এর অর্থায়নে মেরামতকৃত পুরাতন পিকভ্যানটি পুলিশ সুপার মঈনুল হক এ থানার জন্য বরাদ্দ দেন। একজন পুলিশ অফিসার মানবসেবা ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে এর উদাহরণ আলী আহম্মেদ মোলস্না।

সর্বশেষ আপডেটঃ ৭:০৭ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৫