| সকাল ১১:৪৭ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এসএসসি ও এইচএসসিতে ১৩শ’ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে মেয়র টিটু

স্টাফ রিপোর্টার, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার, ৪:১০
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ পৌর এলাকায় অবসি’ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০১৫ সালের এস্‌.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত প্রদান করেন মেয়র টিটু। পৌর মেয়র ইকরামূল হক টিটু বলেন, সুযোগ পেলে শিক্ষা নগরীকে পূর্ণতা দিতে ময়মনসিংহে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় ও মানসস্পন্ন কলেজ প্রতিষ্ঠা করা হবে । তিনি বলেন পৌরসভা ২০১১ সাল থেকে ৫ম বারের মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হচ্ছে।

‘শিক্ষিত প্রজন্ম গড়বে সুন্দর আগামী’ এই শেস্নাগানকে সামনে নিয়ে শুক্রবার সকাল ১১টায় শহরের টাউন হল মাঠে কৃতি শিক্ষাথী সংবর্ধনা অনু্‌ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরম্নল হক খোকা, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারী কলেজের অধ্যক্ষ এন.এম শাহজাহান সরকার, শহীদ সৈয়দ নজরম্নল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের উপাধ্যড়্গ পূর্ণেন্দু কুমার রায়, এএসপি আবু আহমেদ আল মামুন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তরিকুল আলম, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ নজরম্নল ইসলাম ও সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল প্রমূখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ##

সর্বশেষ আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৫