গফরগাঁওয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বধূ হয়ে শ্বশুরবাড়ি
গফরগাঁও প্রতিনিধি, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ের টাঙ্গাব ইউনিয়নের আরজ আলী খান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ফেরদৌসির ঠিকানা এখন শ্বশুর বাড়ি। সে উপজেলার দুবাসিয়া ঢালী পাড়া গ্রামের ফারম্নক মিয়ার কন্যা।
জানা যায়, উপজেলার দুবাসিয়া ঢালীপাড়া গ্রামের ফারম্নক মিয়া কন্যা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ফেরদৌসিকে জোরপূর্বক গত বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আলম মিয়া (২৩) সাথে বিয়ে দেয়। বিয়ের পূর্ব মুহুর্তে স’ানীয়দের বাধার মুখে নিকাহ রেজিষ্ট্রার বিয়ে বাড়িতে আসেননি। পরে উভয় পরিবার নিকাহ রেজিষ্ট্রার (কাজী) ছাড়াই মৌলভী ডেকে বিয়ে সম্পন্ন করে।
টাঙ্গাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুঠোফোনে স’ানীয়দের কাছ থেকে বাল্য বিয়ের খবর পেয়ে ছেলে ও মেয়ে পড়্গকে এ বিয়ে বন্ধ করতে বলার পাশাপাশি প্রতিবেশিদেরও ঠেকানোর অনুরোধ করি। পরে আশপাশের লোকজনের চাপের মুখে নিকাহ রেজিষ্ট্রার না আসায় গোপনে একজন হুজুর ডেকে বিয়ে সম্পন্ন করে।