| দুপুর ১:৫০ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মালি প্রতিবন্ধীকে অটো রিকশা প্রদান

ত্রিশাল প্রতিনিধি,১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার   ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষাঘাত প্রতিবন্ধী মালি মো: বাদশা মিয়া। সে বিশ্ববিদ্যালয়ে ফুল বাগানের পরিচর্যা করে নিষ্ঠার সাথে। কিন্তু তার দুই পা অচল থাকায় এক স্থান হতে অন্য স্থানে চলাচল তার জন্য অনেক কষ্টকর ছিল। তার এই অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাকে একটি ইঞ্জিন চালিত অটো রিকশা কেনার জন্য ৩০ ত্রিশ হাজার টাকা প্রদান করলে বাদশা মিয়া একটি ইঞ্জিনচালিত অটো রিকশা ক্রয় করেন।
গত বুধবার সন্ধ্যায় ফিতা কেটে ইঞ্জিনচালিত অটো রিকশার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম হাফিজুর রহমান দৈনিক লোকলোকান্তরকে জানান, এখন বাদশা মিয়া খুব স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারছে। একজন প্রতিবন্ধীকে চলতে সহযোগিতা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০১৫