| সকাল ১১:৪০ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন —এএসপি বিল্লাল হোসেন

আজহারুল হক, গফরগাঁও, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
সোনার বাংলা গড়তে ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সকলকে ঘরে ঘরে মাদক বিরোধী দূর্গ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান, গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি বিল্লাল হোসেন।  বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ ডের অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
গফরগাঁও থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে ওসি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি বিল্লাল হোসেন। এ সময় উপসি’ত ছিলেন আ.লীগ নেতা নাছির উদ্দিন মনির, নাজমুল হক ঢালী, গফরগাঁও থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপ-পরিদর্শক জাহিদুর রহমান বাদল ও পুলিশের অন্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ আপডেটঃ ৫:১৬ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০১৫