দুর্গাপুরে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান শুরু
দুর্গাপুর প্রতিনিধি, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভায় ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক‘র বাস্তবায়নে প্রবীন অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান বুধবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে দুর্গাপুর, কলমাকান্দা ও নেত্রকোনা সদর উপজেলার ৬টি ইউনিয়ন (কলমাকান্দা, চন্ডিগড়, সিংহেরবাংলা, আমতলা, দুর্গাপুর ও লেংগুরা ইউনিয়নের লোকজ আঙ্গিকে নির্বাচিত ২৪টি সাংস্কৃতিক দলের মধ্যে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা বাজার মোড়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যনত্ম পৌর বাউলদল প্রবীণদের অধিকার বিষয়ে বাউলগান পরিবেশন করে। ‘‘প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন’’ এ বিষয়ে কিভাবে আমরা প্রবীণদের সহায়তা করতে পারি, প্রবীণ জনগোষ্ঠী কিভাবে তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাঁর বাস্তব চিত্র ও সমাধানের দিকগুলো মান্নান বাউল তাঁর গানে তুলে ধরেছেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপসি’ত ছিলেন, ডাঃ কামরূল ইসলাম, ডাঃ আমীর হোসেন, আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম, বাজার কমিটির সভাপতি আব্দুর রউফ, ইউ.পি সদস্য আব্দুল বারেক, ইউনিয়ন কার্যকরী কমিটির আহবায়ক অবঃ সেনা সদস্য আব্দুল ওয়াহেদ, নাট্যব্যাক্তিত্ব গোপাল দত্ত, সমাজ সেবক আব্দুল হেলিম, স্থানীয় সাংবাদিক এইচ.এম সাইদুল ইসলাম, বারসিক প্রতিনিধি লিপি চৌধুরী, তোবারক হোসেন খোকন প্রমুখ।