| দুপুর ১২:১৯ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নিকলিতে ৩৩ বছরেও বেতিয়ারচর দাখিল মাদ্রাসার দৈন্যদশা যায়নিঃ ভাঙ্গা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা

মহিউদ্দিন লিটন,১১ নভেম্বর ২০১৫, বুধবার  কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত নিকলি উপজেলার নদীর তেপান্তরে গুরুই ইউনিয়নের অবহেলিত বেতিয়ারচর দাখিল মাদ্রাসাটি ৩৩ বছরেও কোন উন্নয়নের ছাপ লাগেনি এ মাদ্রাসাটির। এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আঃ কাইয়ুম হুসাইনি সহ ১৪ জন এমপিও ভুক্ত শিক্ষক গন ৬ শত ৫৬ জন শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন। এ মাদ্রাসাটি প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থীদের ভাঙ্গা ঘরে শিক্ষা দিচ্ছেন। কেউ তাদের উন্নয়নের জন্য এগিয়ে আসেনি। তবুও ২০১৪ সনের ৫ম শ্রেণীর পি এস সি পরিক্ষায় আঃ হাকিম ও হুসনা আক্তার টেলেণ্টপুল বৃত্তি ও জে ডি সি পরিক্ষায় মেধা তালিকায় আহম্মদ আলী টেলেণ্টপুল বৃত্তি, নাজমুল হুদা ও এজতেমা আক্তার সাধারণ গ্রেডে ২০১৪ সনে বৃত্তি পেয়েছে। ২০১৪ সনে পি এস সি পাশের হার ৯৯% ও জেডিসি পরিক্ষার পাশের হার ৯১% । বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার দৈন্যদশা থাকা সত্বেও শিক্ষক শিক্ষিকারা তাদের কে সঠিক ভাবে পাঠাব্যাস দিয়ে যাচ্ছেন। অএ মাদ্রাসার সুপাররিনটেন্ডেন মাওলানা আঃ কাইয়ুম হুসাইনি জানান, ৩৩ বছর ধওে এ মাদ্রাসায় সরকারী টিআর ছাড়া আর কোন উন্নয়ন নেই। তিনি বলেন, মাত্রাতিরিক্ত দৈন্যদশা থাকা সত্বেও শিক্ষক ও শিক্ষার্থী রা সঠিক ভাবে পাঠাব্যাসে মনোযোগ দিচ্ছেন। বর্ষা কালে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কে নদী পাড় হয়ে মাদ্রাসায় আসতে হয়। কিন’ বর্ষা কালেও মাদ্রাসার ভিতও পে্রায় সময়ই পানি জমে যায়। আভিভাবক পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আলী আকবর জানান, সরকারী সহায়তা পেলে হাওড় এলাকার এ মাদ্রাসায় আরো বেশি শিক্ষার্থী ভর্তি হতো ।

সর্বশেষ আপডেটঃ ৮:৩০ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০১৫