ত্রিশালে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস, ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ত্রিশালে বুধবার পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে দরিরামপুরের যুবলীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরুু করা হয়।
দুপুরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরিরামপুর বাসষ্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব এডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমূখ।