| দুপুর ১:০৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে দুই সহোদরের ছয় মাসের কারাদন্ড

 

আমিনুল ইসলাম বাবুল :  ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাতকাজলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের দুই ছেলে মঞ্জু মিয়া (৩৫) ও আনজু মিয়া (৩০) ওই দুই সহোদরের  আজ বুধবার ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে হাতকাজলা গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় মঞ্জু মিয়া ও আনজু মিয়াকে আটক করার পর মঞ্জু মিয়ার ঘর থেকে দুইটি ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ দুই ভাইকে রাতেই থানায় নিয়ে আসার পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে। এ সময় তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা ও কারাদন্ড প্রদান করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী হাকিম সুলতানা আক্তার।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার শওকত জাহান বলেন, সাজাপ্রাপ্ত দুইজনকে আজ  কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০১৫