ধোবাউড়ায় মাইক্রোবাসে ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেফতার
ধোবাউড়া প্রতিনিধি, ১১ নভেম্বর ২০১৫, বুধবারঃ
ধোবাউড়ায় একটি মাইক্রবাসে ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় উপজেলার পঞ্চনন্দপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৭ জনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এবং ১ জনের বাড়ি হালুয়াঘাট উপজেলায়। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এমএ হক বলেন খোঁজ নিয়ে জানা যায় এরা এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার আবু হেনা মোঃ রুকুনুজ্জামান(৩০),নান্দাইল উপজেলার নিক্কন ভূইয়া(৩৮),মাহবুব আলম লিঠন(৪০),কামাল হোসেন(৪২),নুরুল ইসলাম(৪০),মামুন(৩০),মুজাহিদুল ইসলাম(৩০),শওকত হাসান৩২)।