ত্রিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস, ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
ময়মনসিংহের ত্রিশালে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিকন তং চংগ্যা, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরম্নজ্জামান, উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিহুর রহমান, ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার প্রমূখ।